পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশ হয়েছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচাও ¯েøাগানকে ঘিরে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল বিএমজেপি।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে। প্রকৌশলী শ্যামল কুমার রায়কে সভাপতি ও সুকৃতি কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা হয়। বিএমজেপির নবঘোষিত সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মন্ডল সংবাদ সম্মেলনে বলেন, অখন্ড মানবতায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সাত দফা বাস্তবায়নে কাজ করবে বিএমজেপি। আজ আমাদের আত্মপ্রকাশ হলো, এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণে সামনে এগিয়ে যাওয়ার পালা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট হিন্দু নেতা ও তথ্য প্রযুক্তিবিদ বীরেন্দ্রনাথ অধিকারী, নবঘোষিত কমিটির সহসভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই, জ্ঞান বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক ম্যালকম মেন্ডিস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুপুর ঘোষ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।