Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১৬ জন

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গুলশানে শাহজালাল ইসলামী ব্যাংকের পুরনো অফিসে চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে গুলশান থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েন করা হয়েছে। আটককৃতরা হলো, রিয়াজুল ইসলাম, দুলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, লিপু আহমেদ, জিয়া উদ্দিন, মহারাজ, তোফাজ্জল হোসেন, শাহীন, মনির, দিপু, আল মাহমুদ, মিলন, জুলহাস, গিয়াস্য ও সজল। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, স¤প্রতি গুলশানের শাহজালাল ইসলামী ব্যাংক শাখার অফিস পরিবর্তন করা হয়েছে। পুরনো অফিসের আসবাবপত্র নিলামে বিক্রি করা হয়। কিনে নেওয়া আসবাবপত্র আজ নিতে আসলে কয়েকজন যুবক কাজে বাধা দেয় ও চাঁদা দাবি করে। তারা জানায়, পাঁচ লাখ টাকা না দিলে আসবাবপত্র নিতে দেবে না। পরবর্তীতে খরব পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তারা কেউ গুলশানের না। তাদের ঠিকানা বাড্ডায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ