পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর শ্যামপুরে তিন শিশুসহ একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তিন সন্তান এ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)। হাসপাতালে এনায়েতের ভাতিজা ওয়াসিম সাংবাদিকদের বলেন, তার চাচা শ্যামপুর বালুর মাঠ লাল মসজিদের পাশে ৩ নম্বর সড়কের একটি বাড়ির নিচতলায় সপরিবারে থাকেতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে ওই ৫জন দগ্ধ হন। তবে ফায়ার সার্ভিসের বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।