Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন বাতিল

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:০৬ পিএম, ১৫ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। এক দফা সময় পেছানোর পর আজ বেলা আড়াইটায় সচিবালয়ে তাঁর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে গতকাল সোমবার গণমাধ্যমকে জানানো হয়েছিল সংবাদ সম্মেলনটি হবে সকাল ১১টায়।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বেলা সোয়া ১২টার দিকে সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলন হবে না বলে জানান। তিনি এ জন্য কোনো কারণ উল্লেখ করেননি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেওয়ার কারণে অর্থমন্ত্রী এই সংবাদ সম্মেলন বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাও সংবাদ সম্মেলন বাতিলের কারণ সম্পর্কে কিছু বলতে চাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ