পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরে বিশ্বাস টাওয়ারে ফ্ল্যাট ওনার্স সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ১১ জনের একটি সিন্ডিকেট অবৈধভাবে এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করছে। আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার এক তরফা নির্বাচনের তারিখ ঘোষণা করায় এ ব্যাপারে ঢাকার সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালতে মামলা (নং: ২৩৮/২০১৭) হয়েছে। মামলার আরজিতে সূত্রে জানা গেছে, সোসাইটির গঠনতন্ত্র না মেনে গত ৭ জুলাই একটি সভা আহবান করে বর্তমান কমিটি। সভায় কোরাম না হওয়ায় কয়েকদিন ধরে ফ্ল্যাটের মালিকদের কাছে থেকে সভায় উপস্থিতির তালিকায় স্বাক্ষর নেয়া হয়। এপরপর তিন সদস্যের একটি নির্বাচন কমিশন নাম ঘোষণা করা হয় যার মধ্যে দুজনই সোসাইটির সদস্য নন। এমনকি তারা ফ্ল্যাটের মালিকও নন। ওই কমিশন আগামী শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করায় সোহরাব হোসেন আজম আদালতে মামলা করেন। তিনি বলেন, আগের কমিটির রাজ্জাক, মজিবর ও জাহাঙ্গীরের নেতৃত্বাধীন সিন্ডিকেট বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার জন্য এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তিনি জানান, বিশ্বাস টাওয়ারে ৮৬ টি ফ্ল্যাট আছে। প্রতিটি ফ্ল্যাট থেকে সার্ভিস চার্জ বাবদ মাসে সাড়ে তিন হাজার টাকা করে তোলা হয়। এর বাইরে আছে গ্যারেজ ভাড়া। প্রতি মাসে ৩ লাখ টাকার বেশি জমা হলেও বর্তমান কমিটি তার হিসাব দাখিল না করে আবার শীর্ষ পদে বহাল থাকার ষড়যন্ত্র করছে। এতে ফ্ল্যাটের বেশিরভাগ মালিকের সমর্থন নেই। বিশ্বাস বিল্ডার্সের কর্নধার নজরুল ইসলাম জানান, বর্তমান সভাপতি রাজ্জাক ও কমিটির জাহাঙ্গীরের নামে কোনো ফ্ল্যাটের মালিকানা রেজিস্ট্রেশন হয়নি। ফ্ল্যাটের মালিকদের প্রশ্ন, মালিক না হয়ে তারা ফ্ল্যাট ওনার্স সোসাইটির নির্বাচন করে কি করে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।