ইভিএম-এ ভোট কেন?
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম-এ ১৫০ আসনে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাকতালীয় কিনা জানি না, ১৫০ সংখ্যাটা আমাদের এর আগে চিনিয়েছিলেন রকিবুল
১০ জনের প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ছোট তিনটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা একথা জানান। তারা জানান, সাবানজরিয়া নদী থেকে এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়, এদের মধ্যে আটজনই শিশু। আসামের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে গোয়ালপাড়া জেলায় এসব নৌকা ডুবির ঘটনা ঘটে। কর্মকর্তার জানান, তারা নৌকা প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিল। এ সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে যায়। এদিকে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, আসামের বিভিন্ন স্থানে প্রচন্ড ঝড় আঘাত হানে। সিনহুয়া।
মারিয়ার আঘাত
ইনকিলাব ডেস্ক : চলতি বছরে আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্টি হওয়া চতুর্থ বড় ধরনের হারিকেন মারিয়া পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ডমিনিকা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। গত সোমবার সন্ধ্যায় হারিকেনটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২১৫ কিলোমিটার পৌঁছানোর পর এর মাত্রা বাড়িয়ে একলাফে পাঁচ মাত্রার সাফির-সিম্পসন স্কেলের সর্বোচ্চ মাত্রায় নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। এর মাত্র ৯০ মিনিটের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতাসম্পন্ন হারিকেনটির কেন্দ্র প্রায় সরাসরি ডমিনিকার ওপর দিয়ে পার হয়।
রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।