Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকের একচেটিয়া দাপটেও মূল্যসূচক হ্রাস

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও দর বৃদ্ধিতে একচেটিয়া দাপট দেখিয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। গতকাল সোমবার ব্যাংকের দাপটে ডিএসইতে লেনদেনের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে অন্য খাতের কোম্পানিগুলোর বেশিরভাগের দরপতন হওয়ায় মূল্যসূচক কিছুটা কমেছে।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক খাতের প্রতিষ্ঠানই রয়েছে ১৬টি। আর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে ৯টি ব্যাংক। অপরদিকে দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক রয়েছে ৫টি। আর ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ২২টির দামই আগের দিনের তুলনায় বেড়েছে।
ব্যাংক খাতের এমন দাপটেও এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমেছে। অন্য খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমায় দিনের লেনদেন শেষে সূচক ঋণাত্মক থেকে গেছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের এদিন দরপতন হয়েছে। অপরদিকে দাম বেড়েছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ফলে শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স’র বড় উত্থান ঘটে। লেনদেনের প্রথম ১৫ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে যায়।
তবে এরপর ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর দর বৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও অন্য খাতের কোম্পানিগুলোর একের পর এক দরপতন হয়। ফলে টানা নিচের দিকে নামতে থাকে মূল্যসূচক। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এ চিত্র অব্যাহত থাকায় ডিএসইএক্স ঋণাত্মক হয়ে পড়ে। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি কমেছে অপর দুটি মূল্যসূচক। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৫ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩১৭ কোটি ৮৬ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানির ৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৮৮ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আল-আরাফা ইসলামী ব্যাংক।
লেনদেনে এরপর রয়েছে- প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৮ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৫টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ