Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় ২ দিনে অজ্ঞান পার্টির কবলে ৪ জন

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ায় অজ্ঞান পার্টির দৌরাত্মে সাধারণ মানুষ সহায় সম্পদ ও জানমাল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। গত দুই দিনে চেতনা নাশক প্রয়োগে ৪ জনকে অজ্ঞান করে স্বার্ণালংকার, মোবাইল, পোষাক পরিচ্ছদ সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জানা গেছে, রোববার রাতে উপজেলার পাচনল গ্রামের ফজলে দফাদারের পুত্র রিপন ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সোনার চেন, কানের দুল, দুটি মোবাইল সেট, মূল্যবান কাপড় চোপড় সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। পরদিন সকালে প্রতিবেশীরা অচেতন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। একই রাতে একই গ্রামের আঃ রবের স্ত্রী বিলকিস বেগম (২৩) কে অচেতন করে তার বাড়ি থেকে দূবৃত্তরা প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। অচেতন হয়ে গুরুতর অসুস্থ্য বিলকিসকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বামনখালী গ্রামের মৃত্যু মতি মোড়লের পুত্র আনোয়ারুল করিম (৬৫) ও তার বাড়ির লোকজনকে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ