Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মেয়র নাছিরের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পে চসিক মেডিক্যাল টিম

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বর্বর সেনা নির্যাতনে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা অসুস্থ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে চট্টগ্রাম সিটি মেয়রের নির্দেশে পাঁচ লাখ টাকার ওষুধসহ উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পে গেছে সিটি কর্পোরেশনের মেডিকেল টিম। অসুস্থ রোহিঙ্গা শরণার্থীদের জরুরী চিকিৎসার লক্ষ্যে চসিকের মেডিকেল টিম প্রেরণ প্রসঙ্গে গতকাল (সোমবার) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ইনকিলাবকে জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অসংখ্য শিশু, মহিলা-পুরুষ গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। তাদের জরুরী চিকিৎসা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি শরণার্থীদের প্রতি মানবিক ও সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে সিটি কর্পোরেশন মানবিক সাহায্য হিসেবে ওষুধপত্রসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সেখানে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে এ টিমে রয়েছেন ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক, প্যারামেডিকসহ ১২ সদস্য। চসিক স্বাস্থ্য বিভাগ জানায়, মানবিক সহায়তা হিসেবে চসিকের মেডিকেল টিমকে কুতুপালং এলাকার রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র। সব বয়সী রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও ওষুধপত্রসহ বিশেষ করে রোগ-শোকে জর্জরিত রোহিঙ্গা, নারী ও শিশুদের অগ্রাধিকার দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ