Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ পর্যন্ত ৫ দেশ থেকে এসেছে ২৫০ টন

রোহিঙ্গাদের জন্য আরও ২০ টন ত্রাণ পাঠাল ইন্দোনেশিয়া

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মিয়ানমারে নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও দুটি উড়োজাহাজে ২০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। গতকাল (সোমবার) সকাল ১০টা এবং বেলা সোয়া ১১টায় উড়োজাহাজ দুটি ত্রাণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। এ নিয়ে মোট ৮টি চালানে রোহিঙ্গাদের জন্য প্রায় ৭৭ মেট্রিক টন ত্রাণ পাঠাল ইন্দোনেশিয়া। এদিকে এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে মোট আড়াইশ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান সকালে বিমানবন্দরে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার ত্রাণের চালান বুঝে নেন। সকাল ১০টায় আসা চালানে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস এবং বিভিন্ন ধরনের খাবার পাঠানো হয়েছে। পরের চালানে এসেছে বিস্কুট, নারকেল তেল ও লুঙ্গি। ১৪ আগস্ট ইন্দোনেশিয়ার পাঠানো প্রথম দুটি চালানে ২০ টন ত্রাণের মধ্যে চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার ছিল। পরদিন ১৫ আগস্ট আসা দুটি চালানে ছিল কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাংক, ফ্যামিলি কিটস ও ১০ মেট্রিক টন চাল। ১৬ আগস্ট আরও দুটি চালানে চাল, কম্বল, তাঁবু, শুকনো খাবার, তৈরি খাবার মিলিয়ে আরও ২০ মেট্রিক টন ত্রাণ পাঠায় ইন্দোনেশিয়া।

মজলুম রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত পাঁচটি দেশ থেকে ২৫০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী এসেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া ৮টি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে। ‘অপারেশন ইনসানিয়াত’র আওতায় রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট ৭ হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। মিয়ানমারে সেনাবাহিনী ও মগদস্যুদের বর্বর গণহত্যার মুখে প্রাণ বাঁচাতে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ৪ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি সংস্থা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ