Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাসিকে এবিডিসি প্রকল্পের সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : জিআইজেডের উদ্যোগে এবিডিসি প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন জোনাল কো-অর্ডিনেশন মেকানিজম ক্লাস্টার-১ এর সভা গতকাল সকালে নগর ভবনে অনুষ্ঠিত হয়। জিআইজেড সভা কক্ষে রাসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ আনোয়ারুল আমিন আযব। সভায় বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, মহানগরবাসীর স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ এই বিষয়ে আন্তরিক। সকলের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্য সেবায় ইপিআই প্রোগ্রামে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন, পরিবেশ পদক অর্জনসহ বায়ুদুষণ রোধে বিশ্বের সেরা নগরীর স্বীকৃতি লাভ করেছে। এ অর্জন আমরা ধরে রাখতে চাই। জিআইজেড স্বাস্থ্য সেবায় তথ্য ভিত্তিক সেবা প্রদাণের ডাটাবেজ প্রস্তুতে রাজশাহী সিটি কর্পোরেশনকে কারিগরী সহযোগিতা প্রদাণ করেছে এজন্য জিআইজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতা ও দক্ষতা আগামীতে জিআইজেডের এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাসিকের কাউন্সিলর মোসাঃ বিলকিস বানুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় ১ হতে ১২নং ওয়ার্ডে অবস্থিত রাসিক পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারে বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক মাতৃপ্রজনন ও স্বাস্থ্য সেবা কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইউএইচএমআইএস সেলের বিপুল কুমার সরকার, ইপিআই সেলের মোঃ দুলাল হোসেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সেলের আরিফুল হক, রিকের এমআইএস অফিসার মিঠুন কুমার স্বর, তিলোত্তমার কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার ডা: আব্দুর রব। আলোচনায় অংশ গ্রহন করেন জিআইজেডের টীম লিডার ডা: আতিকুজ্জামান, টেকনিক্যাল এ্যাডভাইজর শেখর ব্যানার্জী।
সভায় রাসিকের কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম, কাউন্সিলর মোঃ মাহবুব সাঈদ টুকু, কাউন্সিলর মোঃ রুহুল আমিন, কাউন্সিলর মোঃ সোহরাব হোসেন শেখ, কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলি, আসনের কাউন্সিলর মোসাঃ নাসিরা খানম, কাউন্সিলর মোসাঃ মুসলিমা বেগম বেলী, কাউন্সিলর মোসাঃ মমতাজ মহল লাইলী, কাউন্সিলর মোসাঃ শাহনাজ বেগম শিখা, কাউন্সিলর মোসাঃ সুলতানা রাজিয়া, জিআইজেডের কোয়ালিটি স্পেসালিস্ট ডা: লিপি, রিকের প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিউল আলম। সভায় রাজশাহী সিটি কর্পোরেশন তিলোত্তমা, রিকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ