Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা সংকট মোকাবেলায় ব্যর্থ হবেন না প্রধানমন্ত্রী -ওবায়দুল কাদের

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ৩:১৩ পিএম | আপডেট : ৩:৫৯ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি আশাবাদী রোহিঙ্গা সংকটে আমাদের প্রধানমন্ত্রী ব্যর্থ হবেন না। তিনি এখন জাতিসংঘে আছেন, সেখানে বিশ্ব জনমত গড়ে তুলার কাজ করছে। মিয়ানমারকে চাপ দেয়া হবে যেন তারা তাদের নাগরিকদের ফেরত নেয়।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সড়কের প্রশস্ত কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী চলাচলের সুবিধার্থে ২ কোটি টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে প্রশস্ত কাজ করা হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী কোন রোহিঙ্গারা না খেয়ে থাকবে না। এজন্য রোহিঙ্গা ক্যাম্পে ৮টি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান চিকিৎসা স্যানিটেশনসহ সব ধরণের মানবিক সহায়তা দেবে আওয়ামী লীগ সরকার।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সকলকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিদ রায় নন্দি ও স্থানীয় সাংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি রোহিঙ্গাদের মাঝে ওষুধ বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ