পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে হত্যার চেষ্টা ও লাঞ্ছিত করার প্রতিবাদে অভিযুক্ত যুবলীগ নেতা ফারুক বিল্লাহসহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে সেখানকার মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার উপজেলার সকল মুক্তিযোদ্ধারা মহেশপুর থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলার সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মোস্তফা মাস্টার, আব্দুর রহমান, ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, মিকাইল হোসেন, শ্যামকুড় কমান্ডার তসলিম উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য শেখ হাসেম ও এম এ আসাদ। বক্তবারা অভিযোগ করেন, ৬ নং নেপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক বিল্লাহর আদম ব্যবসার নামে টাকা আদায় ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার। এতে ক্ষুদ্ধ হয়ে তিনি গত ৭ সেপ্টেম্বর যুবলীগ নেতা ফারুক বিল্লাহ ও তার পিতা কামরুজ্জামানসহ ৪/৫ জন মিলে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে মারপিট ও শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। হামলাকারীরা আদালত থেকে জামিনে এসে আবারো মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।