পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিথ্যা অভিযোগ ও যড়ষন্ত্রমূলক মামলায় জামিন পেয়েছেন দৈনিক ইনকিলাবের ১১ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী। গতকাল রোববার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জাম আনছারী এই জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, চিফ রিপোর্টার রফিক মুহাম্মদ, বিশেষ সংবাদদাতা সাখাওয়াত হোসেন, নূরুল ইসলাম, জেনারেল ম্যানেজার (ফাইনান্স) শেখ সিরাজুল ইসলাম, সিনিয়র রিপোর্টার উমর ফারুক আলহাদী, হোসাইন আহমদ হেলাল, স্টাফ রিপোর্টার ফারুক হোসাইন, হাসান সোহেল, পিএটু-এডিটর নূরুল ইসলাম, ক্যাশিয়ার সুকুমার চন্দ্রপাল ও পেস্টার আজিজুর রহমান।
আদালতে আসামীদের পক্ষে শুনানি করেন সৈয়দ আহমেদ গাজী। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন বিজ্ঞ আদালত। মামলার নথি পর্যালোচনা করে আসামীদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় অভিযোগে বিবেচনায় করে তাদের জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদেশের অনুলিপি অফিসার ইনর্চাজ ওয়ারী বরাবর প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।