Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ের বাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : অবশেষে মৌসুমের শেষভাগে বঙ্গোপসাগরের মীরসরাইয়ের উপকূলীয় এলাকাসহ পাশ্ববর্তী ও দূরের সকল স্থানের ইলিশই পাওয়া যাচ্ছে মীরসরাইয়ের হাটে বাজারে। দাম ও পূর্বের কমেছে অনেক। জেলেরা জানায় নদীতে জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মৌসুমের শেষ ভাগে হলেও নদীতে ইলিশ ধরা পরায় এখানকার জেলেদের মাঝে ভিন্নরকম আনন্দ বিরাজ করছে। গত এক সপ্তাহ থেকে সাগরের সন্দীপ চ্যানেলসহ অনেক স্থানে ইলিশ বোঝাই ট্রলার ফিরতে শুরু করার খবর পাওয়া যাচ্ছে। সাথে কমেছে মাছের দামও। মীরসরাই বাজারের জেলা ইলিশ বিক্রেতা শহিদুল ইসলাম জানায় গত এক সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে শত খাঁচা ইলিশ আসছে উপকূলীয় এলাকাসহ লক্ষিপুর চাঁদপুর থেকে। সাগরের পাশাপাশি নদীতে ও ইলিশ ধরা পড়ার খবরে ও সরবরাহে দাম কমেছে বেশ। মীরসরাই বাজারের ইলিশ ক্রেতা স্কুল শিক্ষক সনজিত পাল জানান গতমাসে ছোট্ট ছেলের বায়না ছিল ইলিশ খাবে। কিন্তু বড় ইলিশের দাম হাজার টাকার উপরে। তাই কিনতে পারি নাই। বড় ইলিশের দাম ৪০০ টাকা। তাই কিনলাম একটা। মাঝারি ও ছোট ইলিশ ও পাওয়া যাচ্ছে দইশত থেকে তিনশত টাকায়। তাই সবাই কিনতে পারছে দেখে আমরা ও আনন্দিত। তবে বড় সাইজের এক কেজীর উপরের সাইজের ইলিশ কম পাওয়া যাচ্ছে বলেন বড় ইলিশের দাম এখনো ৮০০ টাকায়। তবুও সাধারন ক্রেতারা মাঝারি ও ছোট ইলিশের দাম কমাতেই খুশি। জেলেরা জানায় দীর্ঘ দুই মাস ধার দেনা কিংবা মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে নদী চষে বেড়িয়েও ইলিশের দেখা পাননি। যে কারনে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এখানকার জেলেদের মাঝে তেমন কোনো আনন্দ ছিল না। পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক তো দূরের কথা, ভালো খাবারও জোটেনি জেলে পরিবারগুলোতে। কিন্তু গত এক সপ্তাহ থেকে নদীতে ইলিশ মিলতে শুরু করায় জেলে পরিবারের মাঝে ভিন্নরকম ঈদের আনন্দ ফিরে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ