পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভরা বর্ষা মওসুম আষাঢ়-শ্রাবণ এ বছর কেটেছে ঘনঘোর ভারী বর্ষণের মধ্যদিয়ে। প্রাক-বর্ষায় বৈশাখ-জ্যৈষ্ঠেও অস্বাভাবিক বেশি বৃষ্টি ঝরেছে। এবার বর্ষাকাল শ্রাবণ-ভাদ্র মাস পুরোটাই অর্থাৎ শরত ঋতুর অর্ধেক সময়ে হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণ। এখন আশ্বিন মাসে এসেও মেঘ-বৃষ্টি ও ঝড়ো হাওয়া পিছু ছাড়ছে না।
আজ (রোববার) হঠাৎ করে বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠে। সমুদ্র বন্দর সমূহকে দেখানো হচ্ছে ৩ নং সতর্ক সঙ্কেত। তাছাড়া আবহাওয়া অধিদপ্তরের একজন বিশেষজ্ঞ ইনকিলাবকে জানান, দেশের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আবহাওয়ামন্ডলে অস্বাভাবিকতা বিরাজ করছে।
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা বিরাজ করছে। বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহ এবং উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। কেননা এসব বন্দর এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ শিকারি ট্রলার ও নৌযানসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভারী বর্ষণের সতর্কতা
হঠাৎ করে বর্ষার মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।