Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফের উদ্বেগ-উৎকণ্ঠায় ২০ লাখ মানুষ

| প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : পানিবদ্ধতা থেকে মুক্তির কোন পথ দেখছে না ডিএনডিবাসী। পানিবদ্ধতা থেকে এ বাঁধের অধিবাসীদের রক্ষা করতে সরকারের নেয়া প্রকল্পেরও কোন আলো দেখা যাচ্ছে না। সবমিলিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছে এই বাধেঁর প্রায় ২০ লাখ মানুষ। গত দুই দিনের বৃষ্টি এ উৎকণ্ঠা আরো বাড়িয়েছে। ডিএনডির পানিবদ্ধতা নিরসনকল্পে পানি উন্নয়ন বোর্ড ২০১৫ সালের মাঝামাঝি সময়ে প্রায় ১০০ কিলোমিটার নিষ্কাশন খালের মধ্যে ৩৯ কিলোমিটার জায়গার ময়লা-আবর্জনা পরিষ্কার করে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে। কিন্তু তারপরও ডিএনডিতে সেই আগের মতো পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে গত দুই বছর। এলাকাবাসী বলছেন, খালের ওপরের কিছু কচুরিপানা পরিষ্কার করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও কর্মকর্তারা তখন স্থান ত্যাগ করেছিল। ভালোভাবে মাটি ও ময়লা-আবর্জনা অপসারণ তখন করা হয়নি। অন্যদিকে ২০১৬ সালে একনেকের সভায় ডিএনডির সংস্কারের জন্য ৫৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। জালকুড়ি এলাকার হোসেন জানান, ‘ঈদের সময় কিছুটা পানি কমেছিল বলে ঘরের থেকে পানি নেমেছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতেই আবারও ঘরে পানি ডুকে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ