পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে দাবীকৃত উৎকোচ না দেয়ায় প্রায় ৭০ জন হতদরিদ্র ব্যক্তিকে ১০ টাকা কেজির (ফেয়ার প্রাইজ) চাউলের তালিকা থেকে বাদ দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত বৃহস্পতিবার বঞ্চিত হতদরিদ্ররা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩নং অনন্তপুর ওয়ার্ডের তালিকাভুক্ত হতদরিদ্ররা ১০টাকা কেজির চাউলের কার্ড পেয়ে দীর্ঘদিন থেকে চাউল উত্তোলন করে আসছে। সম্প্রতি ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন কার্ডগুলো জমা নিয়ে প্রত্যেক কার্ডধারীর কাছে ১০৫০ টাকা করে উৎকোচ দাবী করেন। দাবীকৃত উৎকোচ দিতে ব্যর্থ হওয়ায় ওই ইউপি সদস্য প্রায় ৭০ জন হতদরিদ্রের নাম বাদ দিয়ে যারা উৎকোচ দিয়েছেন এমন স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করে তালিকা জমা দেন। এ ঘটনায় ওই এলাকার বাদ পড়া হতদরিদ্ররা বিক্ষুদ্ধ হয়ে উপযুক্ত বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করে। তালিকা থেকে বাদ পড়া ওই ওয়ার্ডের শাহাজাহান(কার্ড নং-৩৭৩) আব্দুর সাত্তার(কার্ড নং-৪৭৩) ও আমজাদ(কার্ড নং-৩৭৬) জানান, টাকা দিতে না পারায় আমাদের নাম বাদ দিয়ে মেম্বার একই পরিবারে স্বামী স্ত্রী দুজনের নামে পর্যন্ত কার্ড দিয়েছে। আমরা এর বিচার চাই। এ প্রসঙ্গে ইউপি সদস্য আবুল হোসেনের সাথে মোবাইলে যোগায়োগ করা হলে তিনি বলেন,বাসযোগে রংপুর যাচ্ছি, পরে কথা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।