Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাকিমপুরে রাস্তার দুই ধারে মরাগাছ আতঙ্কে পথচারীরা

| প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুর উপজেলার সরকারি রাস্তার বিভিন্ন অংশের দুই ধারে অসংখ্য মরাগাছ ঠায় দাঁড়িয়ে রয়েছে। যে কোন মুহূর্তে গাছগুলো রাস্তার উপরে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে। ফলে ওই রাস্তায় চলাচলকারী পথচারীরা রয়েছে আতংকে। নষ্ট হয়ে যাচ্ছে ওই সব দামি গাছ। আর লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সরেজমিন ঘুরে দেখা যায়, ছাতনী চারমাথা থেকে খাট্রাউছনা বাজার পর্যন্ত, মোল্লাবাজার থেকে জাংগই বাজার পর্যন্ত, রাঙ্গামাটিয়া থেকে চারমাথা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে এক হাজারেরও বেশী মারা গাছ ঠাঁই দাড়িয়ে আছে। বেশীর ভাগ গাছে ঘুনে ধরেছে অথবা বাসা বেধেছে কাঠ পোকা। আবার কোন কোন গাছ পাশের কৃষি জমিতে পড়ে রয়েছে। সরকারি গাছে আইনগত জটিলতা থাকায় কেউ গাছগুলো সরাতে সাহস পারছে না।
কৃষক হাসান জানান, রাঙ্গামাটিয়া সড়কের পাশে তার কৃষি জমি রয়েছে। প্রায় দু’বছর পূর্ব থেকে তার কৃষিজমিতে ১০টি মরাগাছ ঝড়ে পড়ে রয়েছে। সরকারি গাছে আইনগত জটিলতা থাকায় গাছগুলো সরাতে সাহস পাচ্ছিনা। এতে আবাদের অনেক ক্ষতি হচ্ছে।
খাট্রাউছনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবজাল হোসেন বলেন, পেশাগত কারণে হিলি থেকে ছাতনী চারমাথা রাস্তা দিয়ে তার বিদ্যালয়ে প্রতিদিন আসা-যাওয়া করতে হয়। এতে আতংকে থাকি। যে কোন সময় গাছগুলো ভেঙ্গে পড়তে পারে। ওই পথে মোটারসাইকেল আরোহী নাজমুল হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হয়। শিক্ষার্থী রঞ্জু জানান, রাস্তার ধারের মরা গাছগুলোর কারণে জীবনে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শুকরিয়া পারভীন জানান, বিষয়টি নিয়ে একাধিকবার জেলা প্রশাসক কার্যালয়ের মিটিং এ আলোচনা করা হয়েছে। কিন্তু নীতিমালায় জটিলতা থাকায় গাছগুলো কেটে ফেলা সম্ভব হচ্ছেনা।

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো : নগরীর সদরঘাট থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (শনিবার) সকালে দুই যুবককে গ্রেফতারের পর শরীরে তল্লাশি করে হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম শাকিল (২৭) ও মহিউদ্দিন (২৪)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ