Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্চিদ্র্র নিরাপত্তা ব্যবস্থা -ডিএমপি কমিশনার

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্চিদ্র্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জান মিয়া। গতকাল শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক বর্ধিত সভায় নিরাপত্তা প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন তিনি। এ সময় দাহ্য পদার্থ, কোনো ধরণের ধারালো অস্ত্র ও ব্যাকপ্যাক নিয়ে মন্ডপে প্রবেশ করা যাবে না বলে উল্লেখ করে মন্দির কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, পূজা মন্ডপের চৌহদ্দির মধ্যে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে বাঁশের ফেন্সি দিয়ে প্রবেশ ও বের হওয়ার পথ তৈরি করতে হবে। বড় মন্দিরগুলোতে সিসি ক্যামেরা বসানোর আহŸান জানিয়ে তিনি বলেন, মন্ডপের আশেপাশে কাউকে সন্দেহভাজন মনে হলে সঙ্গে সঙ্গে তাকে চ্যালেঞ্জ করবেন এবং পুলিশকে অবহিত করবেন। তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সা¤প্রদায়িক উস্কানি ছড়ানোর বিষয়ে পুলিশ জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। এ ধরনের কিছু চোখে পড়লে পুলিশকে অবহিত করার আহŸান জানিয়েছেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সা¤প্রদায়িক এক্টিভিস্ট সক্রিয় রয়েছে। আপনারা উস্কানিমূলক কিছু দেখলে মাথা গরম না করে আমাদের অবহিত করুন। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। যে কোনও সমস্যার সমাধানে আমরা আন্তরিক। পূজার নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনাদের দায়িত্ব উৎসব উদযাপন করা, ধর্মীয় আচার-আচরণ পালন করা। নিরাপত্তা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনাদের না, নিরাপত্তার দায়িত্ব সরকারের। পূজায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। দুর্গাপূজাকে দেশব্যপী উৎসবমুখর ও নিরাপদ করার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেসব স্থানেও আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিটি স্তরে নিñিদ্র্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আনসার, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তার জাল গঠনের মাধ্যমে নিরাপত্তা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। পূজা উদযাপন পরিষদও নানা পদক্ষেপ নিয়েছে, যা সুশৃঙ্খলভাকে উৎসব উদযাপনে সহায়ক হবে। কমিশনার আরও বলেন, প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধানে আমরা সচেষ্ট। কেউ নিরাপত্তা বিঘিœত করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান ও লালবাগ বিভাগের ডিসি ইব্রাহিম খানসহ অন্যারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ