Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক জ¦ালানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে - বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানি খাতে বাংলাদেশ-ইন্দোনেশিয়া সমঝোতা সই

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


জ্বালানি খাতে সহযোগিতা স¤প্রসারণের লক্ষ্যে ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন বিদ্যুুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী গতকাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জ¦ালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স¦াক্ষরের সময় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক জ¦ালানির প্রতিনিয়ত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখা হবে। উন্নয়ন কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ, শিল্প বা বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই জ¦ালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এজন্য প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কলেবর বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করার কাজও এগিয়ে চলছে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া সফর ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের ফলে দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সমর্থনও প্রশংসনীয়। আজকের এ সমঝোতা চুক্তি স¦াক্ষরের ফলে সমতা ও পারস্পরিক স¦ার্থের ভিত্তিতে জ¦ালানি খাতের উন্নয়নে এ দু’টি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ একসাথে কাজ করবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ও এর অবকাঠামো উন্নয়নেও ইন্দোনেশিয়া বাংলাদেশকে সহযোগিতা করবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগের উৎকৃষ্ট পরিবেশ বিরাজ করছে। সকল বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হয়। তিনি ইন্দোনেশিয়াসহ বহির্বিশ্বের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে বিনিয়োগের আহŸান জানান। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সমঝোতা স্মারক চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ইন্দোনেশিয়ার পক্ষে জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইগানসিয়াস জুনান স¦াক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির, পারটামিনার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসা মানিক, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ ও অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইগনাসিয়াস জোহান বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সুসম্পর্কের ভিত্তিতে সমঝোতা সই হয়েছে। দুই দেশই জ্বালানি খাত, বিশেষ করে (রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস প্রতিষ্ঠান) পের্তামিনা ও সম্ভাব্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে সহায়তা করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ