পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়ে পালিয়ে আসা আরও তিন রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফের সীমান্তবর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বুধবার রাতে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। এরা হলেন- গুলিবিদ্ধ তসলিমা (৩০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (২২) এবং ছুরিকাঘাতে আহত মো. আবুল কাশেম (৮০)। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের মধ্যে তসলিমা বাম পা ও বাম হাতে এবং আব্দুল্লাহ বাম পায়ে গুলিবিদ্ধ। রাতে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়।
গত ২৪ থেকে মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হয় জাতিগত নিধন। গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে রোহিঙ্গারা। তাদের মধ্যে গুলিবিদ্ধ ও গোলাবারুদে দগ্ধ আহত অনেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত ২২ দিনে মোট ১০৩ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। যাদের অধিকাংশই গুলিবিদ্ধ ও বোমা বিস্ফোরণে আগুনে পোড়া। আহতদের মধ্যে দুইজন এ হাসপাতালে মারা যান এবং ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।