পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ২০১৭ অর্ধ-বার্ষিক কর্পোরেট ব্যাংকিং ব্যবসা সম্মেলন গতকাল ২০১৭ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবীর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং মো. জাহিদ হোসেন, কর্পোরেট ইউনিট প্রধান এবং রিলেশনশিপ ম্যানেজারবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং ইউনিট গুলোর ২০১৭ সালের অর্জিত অর্ধ-বার্ষিক পারফরমেন্স মুল্যায়ন করা হয় এবং ২০১৭ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের উপর পর্যালোচনা করা হয়। নিয়ন্ত্রন সংস্থার নির্দেশনা মেনে উন্নত গ্রাহক সেবা এবং গ্রাহকদের অর্থনৈতিক প্রয়োজনীতা নিরুপন কল্পে যথাযথ সহযোগীতা প্রদানের জন্য কর্পোরেট ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজারদের নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।