Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে চায় সরকার -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪৮ পিএম | আপডেট : ৩:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগে আমাদেরও তাদের পাশে এই মুহূর্তে খুবই প্রয়োজন। ’

তিনি আরও বলেন, ‘৭১- এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়ে ভারতকে পাশে পাব। এই মানবিক বিপর্যয় মোকাবিলায়। ’
এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন প্রো-একটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে। তখন একটি দল সমালোচনা করছে। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোনো কথা বলছেন না। ’

তিনি বলেন, ‘সারাদেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে। ’



 

Show all comments
  • S. Anwar ১০ সেপ্টেম্বর, ২০১৭, ৮:২৮ পিএম says : 0
    ১৯৭১ এর অংক ২০১৭ এ করলে উত্তরে মারাত্মক ভুল হয়ে যাবে মন্ত্রীসাব। ভারত কোনদিনও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াবে না, এটা নিশ্চিত ধরে নিতে পারেন। এতোগুলো রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে ভারতের আশায় বসে থাকলে শেষ পর্যন্ত নিজের খড়ম দিয়ে নিজের কপাল ঠোকানো ছাড়া আর কোন উপায় থাকবে না। .................. রোহিঙ্গার বিষয়টা কিন্তু সম্পুর্ণরুপে ভিন্ন। রোহিঙ্গা নিয়ে বাংলাদেশেরই এখন বেহাল দশা। তাই ভারত বাংলাদেশে নয় বরং বার্মাতেই সুদূর প্রসারী স্বার্থের হাতছানি দেখতে পাচ্ছে। এই জন্যই দাদা মোদী কাল বিলম্ব না করে দ্রুত সুকীর পাশে দাঁড়িয়ে গেছে। কাঁদলেও ভারতকে যে এ বিষয়ে আর পাবেন না এটা নিশ্চিত। তাই ভারতের করুনার আশায় অযথা সময় নষ্ট না করে শীঘ্রই জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক মহলের কাছে হাত পাতুন। চীন, ভারত বা রাশিয়ার দয়ার আশা ছেড়ে দিয়ে আমেরিকা, বৃটেন, ফ্রান্স, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও ইরানের মতো শক্তিশালী ও বড় দেশগুলির কাছে ধরনা দিন এবং বার্মাকে সব রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ