ইভিএম-এ ভোট কেন?
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম-এ ১৫০ আসনে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাকতালীয় কিনা জানি না, ১৫০ সংখ্যাটা আমাদের এর আগে চিনিয়েছিলেন রকিবুল
দ্রব্য মূল্য হ্রাস
মানুষের মৌলিক অধিকার মোট পাঁচটি, খাদ্য তার মধ্যে প্রথম। আমাদের প্রধান খাবার ভাত ও মাছ। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়। কয়েক দিন আগে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি মাত্র ২৫–৩০ টাকা। কিন্তু এখন তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। রসুনের দামের কথা না বললেই নয়, তার দামও কম নয়। এ ছাড়া আরও অনেক পণ্যের দামই অত্যধিক, যা ভোক্তাদের বাজেটের চেয়েও অনেক বেশি।
ভোক্তারা কী করবেন, বাঁচতে হলে তো খেতে হবে। তাই তাঁরা অধিক দাম দিয়ে এসব কিনে থাকেন। গণতান্ত্রিক দেশে এসব হতে পারে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে দাম বাড়তে পারে, কিন্তু বাজারের অদৃশ্য হাতও যখন দাম বাড়ার পেছনে কাজ করে, তখন ব্যাপারটা অমানবিক হয়ে যায়। এখানেই সরকারের ভূমিকা, সরকার যখন বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন আমজনতা সবচেয়ে বেশি অসহায় বোধ করে। তাদের মনে হয়, এই সরকার তাদের জন্য নয়।
মকবুল হামিদ
চাঁদপুর সরকারি কলেজ।
বয়স্ক ভাতা
বয়স্ক ভাতা বেশ কয়েক বছর আগেই চালু হয়েছে। মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তারা নিষ্পাপ শিশুর মতো। বাংলাদেশে অনেক পরিবারে দেখা যায় যে বয়স্ক হলেই ছেলেমেয়েরা সেই জন্মদাতা মা–বাবাকে সেবাযত্ম করা তো দূরের কথা বরং তাদের দিকে ফিরেও তাকায় না। তবে আমাদের প্রত্যেককে বৃদ্ধ মা-বাবার প্রতি দায়িত্ববান হতে হবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজে বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম চলছে। গ্রামের জনপ্রতিনিধিরা এই ভাতার টাকা নিয়েও নানা অনিয়ম-দুর্নীতি করে থাকেন। দেশে মানুষের সামাজিক নিরাপত্তা নেই বললেই চলে।
ফলে বৃদ্ধ বয়সে এই ভাতা মানুষের অনেক কাজে লাগত। তাই অন্তত এই ভাতা বিতরণে অনিয়ম দূর হোক। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে।
এম মিনহাজ উদ্দিন
বগুড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।