পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষায় আন্তর্জাতিক স¤প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন নোবেল শান্তি পুরষ্কারজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। রোহিঙ্গাদের হয়ে বলার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতিও আহŸান জানান তিনি।
‘লাখো মানুষ বাস্তুচ্যূত হয়েছে। আমরা এখন চুপ থাকতে পারি না’, বিবিসিকে বলেন মালালা। মিয়ানমারের সহিংসতা বন্ধে আন্তর্জাতিক স¤প্রদায়ের শক্ত অবস্থান নেওয়া উচিত বলেও মন্তব্য করেন মালালা।
তিনি বলেন, ‘একটি দেশে বসবাসের অধিকার ও নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানোর পর কী ঘটতে পারে তা আমরা এক সেকেন্ডের জন্যও চিন্তা করতে পারবো না। এটা মানবাধিকারের বিষয়। সরকারগুলোর এ বিষয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত। মানুষ বাস্তুচ্যূত হচ্ছে, শিকার হচ্ছে সহিংসতার। শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা মৌলিক অধিকারগুলোই পাচ্ছে না। সন্ত্রাস ও আশপাশে সহিংসতা বিদ্যমান এমন পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর’। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।