Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১১ সহস্রাধিক হাজী পৌছেছেন- হজ পালন শেষে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। গত ২৬ আগস্ট ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ হজ প্রতিনিধি দল সউদী আরবে যায়। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে সউদী আরবে গিয়েছিলেন ধর্মমন্ত্রী। এদিকে, গত বুধবার থেকে বিমান ও সাউদিয়ার বিভিন্ন ফিরতি হজ ফ্লাইট যোগে প্রায় ১১ হাজার ৬ শ’ হাজী দেশে ফিরেছেন।
গতকাল ভোরে বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৮০১৪) হজ ফ্লাইট যোগে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২শ’২৯ জন মানুষ সুষ্ঠুভাবে হজ পালন করতে সক্ষম হয়েছেন। এযাবত মক্কা-মদিনা, মিনা ও জেদ্দায় ৯১জন বাংলাদেশী হাজী ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ৭২জন পুরুষ, ১৯জন মহিলা। #####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ