Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহৃত দুবাই প্রবাসী উদ্ধার গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অপহৃত দুবাই প্রবাসী নাজমুল ইসলামকে (২৩) রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় সংঘবদ্ধ অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বাবর রোডের বি-বøক এর ৩১/৬ একটি নির্মাণাধীন বাসায় অভিযান পরিচালন র‌্যাবের একটি দল। এ সময় অপহৃতকে উদ্ধার এবং মো. ফয়সাল আহম্মেদ ও মো. নিশাদকে গ্রেফতার করা হয়। একইদিন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নাজমুলকে অপহরণ করা হয়। এরপর থেকেই তার স্বজনদের কাছে ৩০ লাখ মুক্তিপণ চেয়ে দাবি করে আসছিল গ্রেফতারকৃতরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ