পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে রেহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের জন্য অং সান সু চি’র নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। নোবেল কমিটিকে পিটিশন করে এমনটাই আবেদন করেছিলেন ৩ লাখ ৬৫ হাজার মানুষ। ওই আবেদন প্রত্যাখান করেছে নোবেল কমিটি। নোবেল কমিটিতে করা ওই পিটিশনে বলা হয়, দেশের রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা থামাতে কিছুই করেননি মিয়ানমারের ডি ফ্যাক্টো শাসক সু চি। তবে নোবেল কমিটির পক্ষে ওলাভ জোলস্তাভ জানিয়েছেন, সু চি’র কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। একবার ওই পুরস্কার দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না।
উল্লেখ্য, মিয়ানমারে সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার, খুন, ধর্ষণের অভিযোগ উঠেছে। অত্যাচারের চোটে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় ৩ লাখ মানুষ। এনিয়ে জাতিসঙ্ঘও কথা উঠেছে। তবে সু চি অবশ্য দাবি করেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। সূত্র : জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।