Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য খাত অর্ধশতাধিক পণ্যে মিলবে ঋণসুবিধা

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের জন্য পণ্যের তালিকা নির্দিস্ট করে দিলো বাংলাদেশ ব্যাংক; যেখানে এ সংক্রান্ত বিভিন্ন খাতের প্রায় অর্ধশতাধিক পণ্য ও উদ্যোগের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নবানযোগ্য জ্বালানি খাতের ১৮টি, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি খাতের ৭টি, বিকল্প জ্বলানি খাতের ১টি, বর্জ্য ব্যবস্থাপনা খাতের ১১টি, পুন:প্রক্রিয়াকরণ ও পুন:প্রক্রিয়াকরণ উপযোগী দ্রব্য খাতের ৭টি, পরিবেশবান্ধব ইট উৎপাদন খাতের ৩টি, পরিবেশবান্ধন স্থাপনা খাতের ২টি ও বিবিধ খাতের ৩টি পণ্যের নাম রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেনাবল ফাইন্যান্স বিভাগ থেকে এক সার্কুলারের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। পরিবেশবান্ধব খাতে এ তালিকার বাইরে অন্য কোন পণ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে বলেও সার্কুলারে বলা হয়েছে।
দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব অর্থায়নকে গ্রাহক, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সকল স্টেকহোল্ডারদের কাছে অধিকতর সহজবোধ্য করা এবং সরকারের উন্নয়ন পরিকল্পনাসমুহ ও টেকসই উন্নয়ন বাস্তবায়নকে তরান্বিত করার উদ্দেশ্যে পরিবেশবান্ধব উদ্যোগে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সুগম করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব উৎস হতে পরিবেশবান্ধব অর্থায়নের জন্য এই অভিন্ন পণ্যের তালিকা প্রকাশ করা হলো।
নবায়নযোগ্য জ্বালানি খাত : এ খাতে ১৮টি পণ্য রয়েছে; যা চারটি উপখাতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো-সৌর শক্তি, বায়োগ্যাস, বায়ু বিদ্যু ও জলবিদ্যুৎ। এর মধ্যে সৌরশক্তি উপখাতে ১০টি, বায়োগ্যাস উপখাতে ৬টি এবং বায়ু ও জলবিদ্যুতের ১টি করে পণ্যের নাম রয়েছে। এগুলো হলো-সোলার হোম সিস্টেম, সোলার মাইক্রো, সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম, সোলার পাম্পের মাধ্যমে ভূ-উপরিস্থ উত্তোলন-পরিশোধনপূর্বক সরবরাহ প্লান্ট, সৌর ফটোভোল্টাইক সংযোজন প্লান্ট, সৌর ফটোভোল্টাইক পাওয়ার প্লান্ট, সোলার কুকার এসেম্বলি প্লান্ট, সোলার ওয়াটার হিটার এসেম্বলি প্লান্ট, সোলার এয়ার হিটার এন্ড কুলিং সিস্টেম এসেম্বলি প্লান্ট ও সৌর শক্তি চালিত কোল্ড স্টোরেজ। বায়োগ্যাস উপখাতের পণ্যগুলো হলো-বিদ্যমান গবাদি ও পোল্ট্রি খামারে বায়োগ্যাস প্লান্ট, সমন্বিত গরুপালন ও বায়োগ্যাস প্লান্ট, ¯øারি হতে জৈবসার প্রস্তুত প্লান্ট, মাঝারি আকারের বায়োগ্যাস প্লান্ট, বায়োমাসভিত্তিক বৃহৎ আকারের বায়োগ্যাস প্লান্ট এবং পোল্ট্রি ও ডেইরিভিত্তিক বৃহৎ আকারের বায়োগ্যাস প্লান্ট। এছাড়া বায়ু বিদ্যুৎ উপখাতে বায়ু শক্তি চালিত বিদ্যুৎ উৎপাদন প্লান্ট ও জলবিদ্যুৎ উপখাতে জলবিদ্যুৎ প্লান্ট স্থাপনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করতে পারবে।
জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি : এ খাতে ৭টি পণ্যের নাম অন্তভর্ুৃক্ত করা হয়েছে। এগুলো হলো-জ্বালানি অদক্ষ সামগ্রীসমুহকে জ্বালানি দক্ষ সামগ্রি দ্বারা প্রতিস্থাপন প্রকল্প, অটো সেন্সরযুক্ত পাওয়ার সুইচ এসেম্বলি প্লান্ট, জ্বালানি দক্ষ উন্নত কুক স্টোভ এসেম্বলি প্লান্ট, এলইডি প্রযুক্তি সম্পন্ন বাল্ব উৎপাদন প্লান্ট, এলইডি টিউব লাইট এসেম্বলি প্লান্ট, সনাতন পদ্ধতির চুন চুল্লীগুলোকে উন্নত প্রযুক্তির চুল্লী দ্বারা প্রতিস্থাপন ও ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম।
বিকল্প জ্বালানি : এ খাতে একটি পন্য রয়েছে। এটি হলো-পাইরোলাইসিস প্রক্রিয়ায় দাহ্য তেল উৎপাদন।
বজ্য ব্যবস্থাপনা: এ খাতের ১১টি পণ্য রয়েছে; যা দুটি উপখাতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো-তরল বর্জ্য ব্যবস্থপনা ও কঠিন বজ্য ব্যবস্থাপনা সংক্রান্ত পণ্য। এর মধ্যে তরল বজ্য ব্যবস্থপনা উপখাতে ৭টি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৪টি পন্য রয়েছে। তরল বর্জ্য ব্যবস্থাপনা উপখাতের পণ্যগুলো হলো-বায়োলজ্যিক্যাল ইটিপি স্থাপন, বায়োলজ্যিক্যাল ও ক্যামিক্যাল এর সমন্বিত প্রযুক্তিসম্পন্ন ইটিপি স্থাপন, কেমিক্যাল ইটিপিকে বায়োলজ্যিক্যাল ও কেমিক্যাল এর সমন্বিত প্রযুক্তিসম্পন্ন ইটিপিতে রুপান্তরকরণ, কেমিক্যাল ইটিপি স্থাপন, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, বর্জ্য পানি প্রক্রিয়াজাতকরণ ও পয়:নিস্কাশিত তরল প্রক্রিয়াজাতকরণ প্রকল্প। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উপখাতের পণ্যগুলো হলো- পৌর বর্জ্য হতে মিথেন রিকভারি ও বিদ্যুৎ উৎপাদন, পৌর বর্জ্য হতে কম্পোস্ট উৎপাদন, ক্ষতিকারক বজ্য ব্যবস্থাপনা ও গাঁদ ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ।
পুন:প্রক্রিয়াকরণ ও পুন:প্রক্রিয়াকরণ উপযোগী দ্রব্য প্রস্তুতকরণ : এ খাতে ৭টি পণ্য রয়েছে। এগুলো হলো- পেট (পিইটি) বোটল পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্লান্ট, প্লাস্টিক জাতীয় বর্জ্য প্রক্রিয়াকরণ প্লান্ট, ব্যবহূত কাগজ প্রক্রিয়াকরণ থেকে কাগজ উৎপাদন প্লান্ট ও কাগজ থেকে প্রস্তুতকৃত থালা, গøাস ও মগ প্রভৃতি, পুনঃপ্রক্রিয়াকরণ উপযোগী ব্যাগেজ প্রস্তুত, পুনঃপ্রক্রিয়াকরণ উপযোগী নন-ওভেন পলিপ্রপাইলিন সুতা এবং ব্যাগেজ প্রস্তুত প্লান্ট, সৌর ব্যাটারী পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্লান্ট ও ব্যবহৃত লেড এসিড ব্যাটারী প্রক্রিয়াজাতকরণ প্লান্ট।
পরিবেশবান্ধব ইট উৎপাদন : এ খাতের ৩টি পন্য হলো-কমপ্রেসড বøক ইট, ফোম কনক্রিট ইট ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ইট। পরিবেশবান্ধন স্থাপনা: এ খাতের ২টি পণ্য হলো-গ্রিনবিল্ডিং রেটিং সিস্টেমের আওতায় নির্মিত গ্রিন ইন্ডাস্ট্রি এবং গ্রিন ফিচারড্ বিল্ডিং।
বিবিধ খাত : এখাতে যে তিনটি পণ্য তালিকাভুক্ত করা হয়েছে, সেগুলো হলো-ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ কারখানার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বাণিজ্যিকভাবে কেচো কম্পোস্ট সার উৎপাদন এবং জ্বালানি সাশ্রয়ী উপায়ে পাম-অয়েল তেল উৎপাদন প্লান্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ