Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ ব্যবস্থাপনায় অনিয়ম : ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠা ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকল বৃহস্পতিবার একজন উপ-পরিচালককে হজ এজেন্সির বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে ইনকিলাবাকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি আরো বলেন, ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এজেন্সিগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি তদারক করবেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে প্রতি বছরই নানা বিড়ম্বনায় পড়েন দেশের হজযাত্রীরা। ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি পরিশোধে দেরি এবং বাসা ভাড়ায় বিলম্বের কারণে এবারও বড় ধরনের ভোগান্তি হয়। ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রায় চারশ আবেদনকারী আর হজে যেতে পারেননি।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, এবার ভিসা পেয়েও হজে যেতে না পারা ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ বিষয়ে হজ অফিসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে জড়িত হজ এজেন্সিগুলোকে চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল ও প্রয়োজনে জরিমানা করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ