Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১১:৪৯ এএম
বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
 
ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের সাবেক ও বর্তমান বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
 
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক গণমাধ্যমকে বলেন, রাজধানীর ১৯ নং হেয়ার রোডে প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সকল আইনজীবীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিয়ম করবেন প্রধান বিচারপতি। এতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সিনিয়র-জুনিয়র সকল আইনজীবীর জন্য উন্মুক্ত থাকবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ