Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই-ব্যাংককে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে - ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ৩:৪৬ পিএম

বিএনপি সরকার উৎখাতের জন্য লন্ডন-দুবাই-ব্যাংককে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বুধবার গাবতলীতে ঈদ-যাত্রায় যান চলাচল পরিস্থিতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সবকিছুই জানি আর এসব মোকাবেলায় প্রস্তুতও আছি। বিএনপির নীরবতাই ষড়যন্ত্রের লক্ষণ। তাদের আন্দোলনের ডাক এখন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নীরবতাই ষড়যন্ত্রের লক্ষণ। লন্ডন-দুবাই-ব্যাংককে বসে তারা এমন সব ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন, যারা ‘আন্তর্জাতিক দুর্বৃত্ত’ বলে পরিচিতি। বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও স্থিতিশীল সরকার উৎখাতে ‘নাটের গুরু’ বলেও পরিচিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ