Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি হলেও ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হবে না - ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১:২৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃষ্টি হলেও এবার মহাসড়কে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়বেন না ।
বুধবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে। তাই এবার ঈদযাত্রায় বৃষ্টি হলেও যাত্রীদের ভোগান্তি হবে না।

তিনি বলেন, ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে।

বাস মালিকরা এবার ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ