Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ, রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ২:৫১ পিএম

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ।

পাশাপাশি তিনি পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, যারা পালিয়ে আসছেন তার মধ্যে রয়েছেন নারী ও শিশু। তাদের অনেকে আবার আহত। মানবাধিকার বিষয়ক এজেন্সিগুলোর অবাধ সুবিধা পাওয়ারও আহ্বান জানিয়েছেন মহাসচিব। আক্রান্ত এ সম্প্রদায়ের কাছে যাতে সাহায্য পৌঁছে দেয়া ও তাদের সুরক্ষা দেয়া যায় সেই সুবিধা দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।

এক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশ উভয় দেশকে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তত রয়েছে জাতিসংঘ। উল্লেখ্য, সোমবার রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান তীব্র থেকে তীব্রতর করেছে মিয়ানমারের সেনাবাহিনী।

এদিন পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঘুমধুম গ্রামের কাছ থেকে ফেরত পাঠানোর চেষ্টা করে বাংলাদেশের কোস্ট গার্ডরা। এতে নো-ম্যানস ল্যান্ডে আটকা পড়েছেন তারা। ওদিকে গত তিন দিন ধরে মিয়ানমারে গুলির শব্দ শুনতে পেয়েছেন সাংবাদিকরা।

 



 

Show all comments
  • মোঃ আকবার আলী ২৯ আগস্ট, ২০১৭, ৪:২৭ পিএম says : 1
    কেন আপনি ওদেরকে বলতে পারেননা। তারা এ ভাবে মসলমানকে হত্যা করে আপনি তা কি দখতে পান্না।
    Total Reply(0) Reply
  • nazim uddin ২৯ আগস্ট, ২০১৭, ৭:১২ পিএম says : 0
    why not talk with mayanmar, ............ organaigation
    Total Reply(0) Reply
  • ২৯ আগস্ট, ২০১৭, ১১:১৯ পিএম says : 0
    আমরা বাজ্ঞালী চাই জাতিসংঘ থেকে কঠোর হুশিয়ারি দেয়া হোক মায়ানমারকে, যেনো তারা রোহিজ্ঞাদেরকে অত্যাচার না করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ