Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তত্ত্বাবধায়ক পুনর্বহালে হাত দিলে হাত পুড়ে যাবে - তোফায়েল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ৩:৪১ পিএম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে কেউ যদি হাত দেন, তাহলে তার হাত পুড়ে যাবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে ইঙ্গিত করে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা হয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা থাকতে সুপ্রিমকোর্ট তো নয়ই, আর অন্য কোনো মাধ্যম থেকেও এ ব্যবস্থা পুনর্বহালের কোনো সুযোগ নেই।

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, রায়ের পর্যবেক্ষণের বিষয়ে সরকার ডিফেন্সিভও নয়, নমনীয়ও নয়।
প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফের ধন্যবাদ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘সরকার নমনীয় নয়। তবে প্রধান বিচারপতি বাস্তবতা বুঝতে পেরেছেন। এ জন্য তিনি মিসকোট (ভুল ব্যাখ্যা) না করতে বলেছেন। এ কারণে মাহবুব-উল-আলম হানিফ তাকে ধন্যবাদ দিয়েছেন। এর অর্থ এই নয় যে আমরা নমনীয়। আমরা এখন ক্ষমতায় আছি। আওয়ামী লীগ দেশের অনেক পুরনো একটি রাজনৈতিক দল। আমাদের দলটি পোড়খাওয়া দল।’
এ রায় দেশের মানুষ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

রায়ের পর্যবেক্ষণটি বারবার পড়েন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, “আজকেও পড়েছি। প্রধান বিচারপতি রায়ের পর্যবেক্ষণে বলেছেন, ‘নির্বাহী বিভাগ শেষ, আইন বিভাগ শেষ, বিচার বিভাগও ডুবু ডুবু। সংসদীয় গণতন্ত্র অপরিপক্ব। হ্যাঁ, সংসদ প্রশ্নবিদ্ধ।’ আমি প্রশ্ন রাখতে চাই, তার মানে কী দেশ অকার্যকর?”
তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন যে লজ্জা থাকলে সরকার পদত্যাগ করবে। আর মওদুদ আহমদ বলেছেন, এ রায়ের আলোকে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আমি বলতে চাই, আমাদের লজ্জা আছে। বিএনপির লজ্জা নাই। এই মওদুদ আহমদই বিচারপতিদের বয়স বৃদ্ধি করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছেন। আইনের শাসনের পরিপন্থী অনেক আইন করেছেন।’

মির্জা ফখরুল ইসলাম রায় না পড়েই রায়ের বিষয়ে কথা বলছেন বলেও অভিযোগ করেন তোফায়েল আহমেদ।

তার ভাষায়, ‘বঙ্গবন্ধুকে নিয়েও রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে যে উনার একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি। দুর্ভাগ্য হচ্ছে, ১ তারিখের পর থেকে এই রায় নিয়েই আলোচনা হচ্ছে। ১০ তারিখ পর্যন্ত দেশের কোনো মিডিয়াতেই আমাদের বক্তব্য আসেনি। একতরফাভাবে বিএনপি এবং রায়ের পর্যবেক্ষণের পক্ষেই লেখালেখি ও সংবাদ ছাপা হয়েছে। সবার কাছেই মনে হয়েছিল যে সরকারের বিরুদ্ধে একটা মোক্ষম কিছু পেয়ে গেছেন।’



 

Show all comments
  • shidul ২৭ আগস্ট, ২০১৭, ৮:৫১ পিএম says : 0
    হাত কি ? আপনার বাবার বললেন যে পুড়ে পেলাবেন মুখেযাই আসে তাই বলেন হে মুখে লাগাম িদয়েকথা বলেন৷৷
    Total Reply(0) Reply
  • S. Anwar ২৭ আগস্ট, ২০১৭, ৯:৪১ পিএম says : 0
    "............হাত পুড়ে যাবে" সেটি তেমন বড় বিষয় নয়। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো কেউ যদি হাত দিয়েই ফেলে তবে আপনাদেরতো কপাল পোড়া যাবে। এজন্যই কি এতো অস্থিরতা.??
    Total Reply(0) Reply
  • মুশাহিদ ২৭ আগস্ট, ২০১৭, ৯:৪১ পিএম says : 0
    সরকার ও প্রধান বিচার প্রতি মিলে একটি সিদ্দান্ত নেওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • Abdul wakil ২৭ আগস্ট, ২০১৭, ১১:৩২ পিএম says : 0
    Ami provasa taki Tate ki bolbo
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ