পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আ’লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির সাথে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্ধিতা আছে। আমাদের কথা বলার অবস্থা আছে, কিন্তু বিএনপির নেই। দেশে যে উন্নয়ন আমরা করেছি, বিএনপি স্বপ্নেও ভাবতেও পারবে না। উন্নয়নের ধারাবাহিকতায় নোয়াখালী খাল, ক্লোজার, বামনী নদীসহ পানিবদ্ধতা নিরসন প্রকল্প ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন শেখ হাসিনা সরকারে সম্ভব হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা রূপালী চত্ত¡রস্থ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, চরহাজারী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, স্বাধীনতা ব্যাকাংর্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।
সেতু মন্ত্রী আরো বলেন, সোনাপুর-জোরালগঞ্জ সড়ক, বসুরহাট দাগনভূঞা সড়কের কাজ শেষ হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন হবে। মন্ত্রী মওদুদ সাহেবের প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি তার বাড়ির দরজার রাস্তা ও বাড়ির পাশের স্কুলের উন্নয়ন করতে পারেনি। এটা শেখ হাসিনার সরকার করেছে। মওদুদ আহমদ সময় সময় এলাকা গিয়ে বিভিন্ন অজুহাত তুলে নানা রকম তালবাহানা চালিয়ে যাচ্ছেন। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। বিএনপি ভোট চাওয়ার মত কোন কাজ করেনি। বিএনপি ইস্যু খুঁজছে, সুপ্রিম কোর্টের রায় নিয়ে লাফালাফি করছে। তাদের উদ্দেশ্য এটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা। বিগত বিএনপি সরকারের আমলে কোম্পানীগঞ্জে আমাদের ৩হাজার ৫শত নেতাকর্মীকে বাড়িতে থাকতে দেয়নি। তাদের পুকুরের মাছ, গরু ও দোকান ভাংচুর ও লুট করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। মন্ত্রী আরও বলেন, পুলিশকে কথায় কথায় ব্যবহার করা সবার অন্যায়, পুলিশকে দিয়ে কেন বিরোধীদল কে দমন করবো। আমাদের উন্নয়ন আমাদের ভোট। তিনি দলীয় কর্মীদেরকে জনগণের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। বগুড়ার তুফান সরকারের মত হলে হবে না। এছাড়া তিনি কবিরহাট উপজেলা, কবিরহাট পৌরসভা, চরফকিরা ইউনিয়ন, চাপ্রাশিরহাট ইউনিয়ন, চরএলাহী ইউনিয়নের বণ্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
এদিকে গতকাল শনিবার দুপুরে কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে পানিবন্দি অসহায় দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, প্রয়োজনে ঈদের দিনও আমরা রাস্তায় থাকবো।’ ওবায়দুল কাদের এমপি বলেন, যানচলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কগুলোর কোথাও কোন গরুর হাট বসতে দেয়া হয়নি। ঈদ উপলক্ষে পশুবাহী গাড়ি চলাচল করায় মহাসড়ক গুলোতে একটু যানজট তৈরী হচ্ছে। তবে ঈদের তিন দিন আগে রাস্তায় ভারি যানবাহন, ট্রাক ও লরি চলাচল বন্ধ করে দেয়া হবে। ঈদের সময় ঝড় বৃষ্টি যাই থাকুক না প্রকৌশলীরা ও পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই গর্ত হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। এ পর্যন্ত সড়কের ৭০ ভাগ সংস্কার করা হয়েছে। ঈদের আগে বাকী কাজও সম্পূর্ণ হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ। এরআগে সকালে মন্ত্রী নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।