Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামিট অয়েল এন্ড শিপিং-এর নয়া উপদেষ্টা

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ, ওএসপি, বিএসপি, এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি (অব.) সামিট অয়েল এন্ড শিপিং কোম্পানী লিমিটেডের উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। গত জুলাই থেকে তিনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। সামিট অয়েল এন্ড শিপিং বাংলাদেশের প্রধান জ্বালানী আমদানিকারক, পরিবেশক, স্টোরেজ সার্ভিস সরবরাহকারি এবং মেরিন ডিসট্রিবিউটর।
সামিট অয়েল এন্ড শিপিং-এ যোগদানের পূর্বে তিনি পরিচালক ক্রয় (নেভী), ডিজিডিপি এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রিয়ার এডমিরাল রিয়াজ খুলনা শীপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিয়াং বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। সামিট অয়েল এন্ড শিপিং-এ যোগদান প্রসঙ্গে তিনি বলেন, সামিট গ্রুপের সদস্য হতে পেরে আমি গর্বিত। সামিট বাংলাদেশ সরকারের প্রথম দেশীয় বেসরকারি এলএনজি সরবরাহকারি প্রতিষ্ঠান। সামিট দেশের জ্বালানী নিরাপত্তা অর্জন এবং সর্বোপরি এসডিজি-৭ (সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানী) বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ