Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী বিচার ও নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন: খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যুবদলের এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। এটা দেশের জন্য কখনো মঙ্গলজনক হতে পারে না। এটা অশনি সংকেত। আমরা মনে করে বিচার বিভাগকে স্বাধীন রেখে দেশকে অগ্রসর করতে হবে।
তিনি বলেন, খায়রুল হককে দিয়ে সরকার অনেক কথা বলিয়েছে। রায় নিয়ে খায়রুল হক কোনো কথা বলতে পারেন না। তিনি সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে চাকরি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ