Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মহাসড়ক মেরামতে কাজ চলবে ২৪ ঘণ্টা, ছুটি বাতিল -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদে মানুষের বাড়ি ফেরার যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক বিভাগের প্রকৌশলীদের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভাঙা রাস্তা থাকার পরও মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করার চেষ্টা করবে সরকার। সওজের প্রকৌশলীরা ঈদের দিন সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত ছুটি পাবেন। বাকি সময় তাদের রাস্তায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
গত এপ্রিল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি, পানিবদ্ধতা আর বন্যায় এবার সড়ক, মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিরাট বিরাট গর্ত ছাড়াও কার্পেটিং উঠে যাওয়ায় গাড়ির গতি কমে গেছে। পাশাপাশি মোড়ে মোড়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিত্য ভোগান্তির খবর আসছে গণমাধ্যমে। এই পরিস্থিতিতে ঈদযাত্রা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সড়কমন্ত্রী বলেন, আমাদের দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ দেশে এখন দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছে। আমাদের অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দিনাজপুরে রাস্তার চিহ্ন পর্যন্ত দেখিনি। উত্তরাঞ্চলের ৫০টি পয়েন্টে এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত রাস্তা এখনো পানির নিচে। বন্যার পানি কমা শুরু হয়েছে। পানি কমে গেলে আমাদের প্রকৌশলীরা সেখানকার ঠিকাদারদের নিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করে দেবেন। এবার আমাদের কড়া নজরদারি রয়েছে। কারণ এবার দুর্যোগপূর্ণ অবস্থা আমাদের আরো সতর্ক করে দিয়েছে। কোনো রাস্তা যেন চলাচলের অনুপযোগী না হয়ে সে জন্য আমাদের প্রকৌশলী ও কর্মকর্তারা ২৪ ঘণ্টা রাস্তায় থাকবেন।
মন্ত্রী বলেন, বৃষ্টিপাতকে অজুহাত দেখিয়ে ঘরমুখো মানুষের যাত্রা বিঘিœত হবে, এটা আমি বলতে চাই না। যে কোনো অবস্থায় আমরা সড়ক ব্যবহার উপযোগী ও সচল রাখব। এ জন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয় এবারের ঈদেও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’ কাদের বলেন, বৃষ্টি হলেও চিকিৎসা আছে, বৃষ্টি চলাকালে রাস্তা মেরামতে আমাদের প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের আগেভাগে জানিয়ে দিয়েছি, পশুবাহী গাড়িগুলোর যেন ফিটনেস থাকে। এগুলো যখন তখন যদি আটকে যায়, বন্ধ হয়ে যায়, তা হলে তো যান চলাচলে সমস্যা হবে, যানজটের কারণ হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত¡াবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এন নাহিন রেজা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ