Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতি এখন আ. লীগের কাঠগড়ায় -রিজভী

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আয়-ব্যয়ের তদন্ত শুরুর খবরের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। সরকার প্রধান বিচারপতিকে বিরোধী পক্ষ মনে করায় এমনটা করছে। এটাকে সরকারের প্রতিশোধ বলে মনে করেন তিনি।
গতকাল শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রধান বিচারপতির আয়-ব্যয়ের হিসাবের তদন্ত শুরু করেছে (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতিকে মন্ত্রী-এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে সবমহলে যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই আয়-ব্যয়ের এই তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হল বলে সবাই মনে করছে।
বিএনপি নেতা বলেন, বিচারপতি হওয়ার পর থেকে এস কে সিনহার আয়-ব্যয়ের সামঞ্জস্যের সঙ্গে এক সময়ের এই আইনজীবী কত আয়কর দিয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার স্ত্রীর সম্পত্তি, জমি-জমা ও ব্যাংক হিসাবের পাশাপাশি সরকার প্রধান বিচারপতিকে বিরোধী পক্ষ মনে করায় এমনটা করছে বলে জানান রুহুল কবির রিজভী
তিনি আরো বলেন, প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। ঠিক যেভাবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের নামে দুদক ও এনবিআরকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে কাযর্ক্রম চালানো হচ্ছে। রায়ের পর্যবেক্ষণে যেহেতু বর্তমান সংসদকে অপরিপক্ব ও অকার্য্কর বলা হয়েছে, সেহেতু বর্তমান সংসদ অবৈধ এবং সেজন্য সরকারও বেআইনি। নিজেদেরকে ইতিহাসের আবর্জনায় নিক্ষেপ না করে অবিলম্বে সংসদ বাতিল করে আওয়ামী জোট সরকারের পদত্যাগ দাবি করছি।
বন্যার্তরা সরকারি ত্রাণ পাচ্ছে না
বন্যা কবলিত এলাকার বাসিন্দারা সরকারি ত্রাণ পাচ্ছে না অভিযোগ করে রিজভী বলেন, দুর্গতরা তীব্র খাদ্যভাব ও দারিদ্র্যের মুখে পড়ে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। সেখাকার মানুষ যে কত যে দুঃখ কষ্টে আছে, ত্রাণ পাচ্ছে না- তা সরকার দেখতে পান না। বন্যার্তরাা কেঁদে কেঁদে দুমুঠো ভাত চাইছে, একটু আশ্রয় চাইছে। অথচ আওয়ামী লীগের নেতারা ক্যামেরার সামনে পোজ দিয়েই তাদের ত্রাণ কর্ম সমাপ্তি টানছেন। এটা বানভাসী মানুষের প্রতি তাদের কি নিদারুণ পরিহাস। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কয়েকজন বিএনপি নেতাকর্মীকে ধরে নিয়ে হত্যার অভিযোগ এনে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ