পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাছিম উল আলম : উজানের ঢলের প্রবল ¯্রােতে ফেরি চলরচল দুরুহ হয়ে পড়ায় রাজধানী ও সন্নিহিত এলাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ রক্ষাকারী দেশের প্রধান দুটি ফেরি সেক্টরে যানজট অব্যাহত রয়েছে। বিআইডবিøউটিসি’র বহরের ফেরিগুলো দিনরাত চেষ্টা করেও যানবাহনের ভীড় সামাল দিতে পারছে না। সীমান্তের ওপার থেকে বন্যার বালু মিশ্রিত পানির প্রবল ¯্রােতে ফেরি চলাচলও বারে বারে বিঘিœত হচ্ছে। ফলে গতকাল সকালে প্রায় হাজারখানেক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল পাটুরিয়া ও মাওয়া সেক্টরে। দুপুর সাড়ে ৩টা নাগাদ অপেক্ষমান যানবাহনের সংখ্যা প্রায় ৭শতে হ্রাস পেলেও ঈদ ঘনিয়ে আসায় প্রতিদিনই যানবাহনের চাপ বাড়বে। ফলে সড়কপথে এবারের ঈদে ঘরে ফেরা বরিশাল ও খুলনা বিভাগ সহ ফরিদপুর অঞ্চলের ২১টি জেলার মানুষের দুর্ভোগ কোন পর্যায়ে পৌছবে তা নিয়ে শংকিত ওয়াকিবহাল মহল। বিআইডবিøউটিসি’র শীর্ষ পর্যায় থেকেও বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। সংস্থার চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালক ও জিএমগন বিষয়টি সার্বক্ষনিক মনিটরিং করছেন।
তবে পাটুরিয়াতে ২টি রো-রো ফেরি ছাড়াও ডকইয়ার্র্ডে আরো ২টি ফেরি মেরামতে থাকায় সংকট কিছু বাড়ছে। রো-রো ফেরি ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান’ ও ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’ পাটুরিয়াতে এবং ‘হজরত খাজা এনায়েতপুরী(রঃ)’ ও ‘হজরত আমানত শাহ(রঃ)’ সংস্থার ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। অগামী দু-একদিনের মধ্যে এ দুটি রো-রো ফেরি মাওয়া ও পাটুরিয়ার উদ্যেশ্যে রওয়ানা হবার কথা রয়েছে। উপরন্তু মাওয়া থেকেও রো-রো ফেরি ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’কেও পাটুরিয়াতে পাঠানোর কথা রয়েছে বলে জানা গেছে।
গতকাল পর্যন্ত পাটুরিয়াতে ১৮টি ফেরির মধ্যে ১৬টি সার্বক্ষনিক চলমান ছিল। সাময়িক বিকল দুটি রো-রো ফেরি আজ সকাল থেকেই হালকা যানবাহন পারপারে নিয়োজিত করা সম্ভব হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। অপরদিকে মাওয়া সেক্টরে বিভিন্ন ধরনের ১৭টি ফেরির মধ্যে ১৩টি চলমান ছিল। অপর ৪টি হালকা মেরামতে রয়েছে। যা আজকালের মধ্যেই যানবাহন পারপার শুরু করবে বলে জানা গেছে।
গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ঘন্টায় বিআইডবিøউটিসি তার ফেরি সেক্টরগুলোতে সাড়ে ৭হাজারেরও বেশী যানবাহন পারাপার করেছে। তবে এর পরেও পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আরো ৫শতাধীক যানবাহন অপেক্ষমান ছিল একই সময়ে মাওয়া সেক্টরের শিমুলিযাÑকাঠালবাড়ী রুটে ২হাজার ৭৫৫টি যানবাহন পারপারের পরেও আরো প্রায় ৫শ যানবাহন পারপারের অপেক্ষায় ছিল। তবে সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পাটুরিয়াÑদৌলতদিয়া রুটে আরো প্রায় ১৮শ যানবাহন পারপারের পরে অপেক্ষমান ছিল প্রায় ৪শ। একই সময়ে মাওয়া সেক্টরেও প্রায় ৭শ যানবাহন পারপার হলেও অপেক্ষমান ছিল আরো প্রায় ৩শ যানবাহন।
নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিঅইডবিøউটিসি’র শীর্ষ পর্যায় থেকে প্রধান দুটি ফেরি সেক্টরসহ দেশের সবগুলো সেক্টরে যানবাহন পারপারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষন সহ দিক নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানা গেছে। যানবাহন পারপার নিশ্চিত করতে অবিলম্বে অচল ফেরিগুলো সচল করতে মন্ত্রনালয় ও সংস্থার শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবারের মধ্যে সবগুলো ফেরি যানবাহন পারপারের নিয়োজিত কর সম্ভব হবে বলে কতৃপক্ষ আশা করছেন।
তবে এবারে সীমান্তের ওপারের নজিরবিহীন বন্যা ও প্রবল বর্ষণে পাটুরিয়া ও মাওয়া সহ দেশের সবগুলো ফেরি সেক্টরেই যানবাহন পারপার যেমনি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি তা দুরুহ হয়ে পড়েছে। মেঘনা ও ভাটি মেঘনায় তা আরো বেশী। ফলে দেশের প্রধান দুটি সেক্টরের মত ভোলাÑল²ীপুর ও ভোলাÑবরিশালের মধ্যবর্তি ভেদুরিয়াÑলাহারহাট রুটেও ফেরি চলাচল সমস্যা শংকুল হয়ে উঠেছে।
আগামী বুধবার থেকে সবগুলো ফেরি সেক্টরে যানবাহনের সংখ্যা আরো বাড়বে। বুধ,বৃহস্পতি ও শুক্রবারই সর্বাধীক সংখ্যক যানবাহন পারপার হবে সবগুলো ফেরি সেক্টরে। এসময় প্রতি ২৪ঘন্টায় নুন্যতম ১০হাজার যানবাহন পারপার করতে না পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করছেন ওয়াকিবাহাল মহল। বিআইডবিøউটিসি’র দায়িত্বশীল মহল আবহাওয়া ও নদীর শ্রোত অনুকুল থাকলে এসময়টিতে দৈনিক গড়ে সাড়ে ১০হাজার করে যানবাহন পারপারের ব্যপারে আশাবাদী বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।