Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন : আপিল বিভাগেরও ধৈর্যের সীমা আছে

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার বিভাগ ধ্বংস হলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। তাই জনসন্মুখে অশালীন বক্তব্য বন্ধ করুন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কিছু বলার থাকলে রিভিউ করুন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেরও ধৈর্যের সীমা আছে। সেই সীমা লঙ্ঘিত হলে আইনগত ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । নির্বাচন কমিশনের রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন।
সর্বোচ্চ আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতের ওপর যদি কোনো আঘাত আসে তা প্রতিহতের ক্ষমতা বিএনপির আছে। তিনি বলেন, সাতজন বিচারপতি একমত হয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। আর এ রায় নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে।
একই অনুষ্ঠানে নিয়ম রক্ষার নির্বাচনের নামে আওয়ামী লীগ রক্ষার নির্বাচন আর হবে না জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, যেসব সরকারি কর্মকর্তা সাংবিধানিক পদে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে তাদের তালিকা করা হবে। পরবর্তীতে তালিকা ধরে বিচার করা হবে। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ