Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্থিক প্রতিবেদন আইন পাস হওয়ায় স্বচ্ছতা বাড়বে এফআরসি চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 অর্থনৈতিক রিপোর্টার : ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ বলেছেন, আর্থিক প্রতিবেদন আইনটি পাস হওয়ায় কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং বিশেষ করে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং ভবিষ্যতে অডিটরসদের মিথ্যা বা ভুয়া সার্টিফিকেট প্রদানের প্রবণতা কমে আসবে। তিনি বলেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রথম কাজ হবে সঠিক ভাবে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা। 

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) “আর্থিক প্রতিবেদন আইন: পেশাদার হিসাব রক্ষকদের ভুমিকা এবং দায়িত্ব” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিএমএবি রুহুল কুদ্দুস মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর নিখিল চন্দ্র শিল এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবি-এর প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ। সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম এফসিএমএ ও আরিফ খান এফসিএমএ এবং ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ প্রমুখ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ