Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজারে সিম্ফনির নতুন আকর্ষণ ঝুসঢ়যড়হু চ৮ চজঙ

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট ফোন ঝুসঢ়যড়হু চ৮ চজঙ। যা দিয়ে রাতেও তোলা যাবে অসাধারণ সব ছবি। মেটাল ডিজাইনের ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ন্যুগাট ৭.০। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের এই স্মার্টফোনটিতে আছে ২জিবি র‌্যাম এবং ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরী কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ২জিবি র‌্যাম এবং এইচডি ডিসপ্লে থাকার কারণে হাই কোয়ালিটি গেমস বা ভিডিও দেখা নিয়ে কোন ধরণের ঝামেলা পোহাতে হবে না। স্মার্টফোনটিতে মনোমুগ্ধকর সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামরা এবং রাতে ভালো ছবি তোলার জন্য ব্যাক সাইডেও আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্মার্টফোনটির ডুয়াল ফ্ল্যাশ আপনাকে দিবে বেস্ট ক্যামেরা এ্যাক্সপেরিয়েন্স আর সাথে আছে ওয়ান টাচ সেলফি বাটন যা আপনাকে দিবে ফাস্ট ছবি তুলার এবং ইন্সট্যান্ট ক্যামেরা সুইচের সুবিধা। নাইট মোডে স্মার্টফোনটি দিয়ে তোলা যাবে অসাধারণ সব ছবি। ফ্রণ্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ব্যাবহার করা হয়েছে সেলফি ফ্ল্যাশ ল্যাম্প যার মাধ্যমে রাতেও উঠবে চমৎকার সব সেলফি। পোর্টরেইট মোড নামে একটি ফিচার ব্যাবহার করা হয়েছে যার মাধ্যমে ছবি তোলার পর বোকেহ ইফেক্ট পাওয়া যাবে।
এছাড়াও এই স্মার্টফোনটির আরেকটি বিশেষ দিক হলো থ্রি ডি সাউন্ড ইফেক্ট। দুটি স্পীকার থাকার কারণে পাওয়া যাবে সারাউন্ডিং সাউন্ড সিস্টেম। ২৮০০ এমএএইচ লি-পলিমার ব্য্যাটারী দিবে অধিক সময় চার্জ থাকার নিশ্চয়তা। স্মার্ট এ্যাকশন ফিচারের মাধ্যমে সেটের আনলক বাটন প্রেস না করে শুধু মাত্র স্ক্রীণ এর উপর ডাবল ট্যাপ করেও ফোন ¯øীপ মোড থেকে রানিং মোডে নেওয়া যাবে। ওয়ান টাচ সেলফি দিয়ে ছবি তোলার পাশাপাশি ডাবল ট্যাপ করে কল রিসিভ করা যাবে। বø্যাক, বø্যাক-গ্রে এবং গোল্ডেন কালারে এই অসাধারণ স্মার্টফোনটি সারা দেশে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৯,৪৯০ টকায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ