Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষায় পরীক্ষা-নিরীক্ষা
শিক্ষায় সরকার অনেক কিছু করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত এক যুগে ছয়বার পাঠ্যবই পরিবর্তন (গত পাঁচ বছরেই পাঁচবার), প্রাথমিক শিক্ষা সমাপনীসহ চারবার পরীক্ষাপদ্ধতি পরিবর্তন, একাদশে ভর্তি পরীক্ষার পদ্ধতি একবার, খাতা মূল্যায়নের পদ্ধতি ও ফলাফলের নিয়মে পরিবর্তন আনা এবং শিক্ষার্থী মূল্যায়নের পদ্ধতি বদলানো হয়েছে তিনবার। অন্যদিকে কিছু পদ্ধতি চালুর পর সমালোচনার মুখে নতুন পদ্ধতি চালু বা আগের পদ্ধতিতে ফিরে আসতে হয়েছে।
ঘন ঘন পাঠ্যবই ও পদ্ধতি পরিবর্তন করায় শিক্ষক–শিক্ষার্থীরা খাপ খাওয়াতে পারছে না। ফলে কোনো শিক্ষাব্যবস্থা স্থায়ী হচ্ছে না। বিষয় থাকলেও শিক্ষক না থাকায় শিক্ষার্থীর মনে পরীক্ষাভীতি সৃষ্টি হচ্ছে। কিছু পদ্ধতি বাস্তবায়নে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, বিভিন্ন কর্মশালাসহ বিভিন্ন খাতে মোটা অঙ্কের অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে বাধার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে। ২০০২, ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে যেসব বই পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছিল, সেসব বইয়ের মধ্যে নবম-দশম শ্রেণির ১২টি পাঠ্যবই সহজীকরণের নামে আগামী শিক্ষাবর্ষে ফের পরিবর্তনের জন্য পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তা ছাড়া, শিক্ষামন্ত্রী গত বছরের ২৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে স্ট্যান্ডার্ডাইজেশন (প্রমিতকরণ) নামে নতুন পদ্ধতির কথাও বলেছিলেন। তাই সংশ্লিষ্ট সবাইকে সেই কথা মনে করিয়ে দিই, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’
মো. মোশারফ হোসেন, শেরপুর।

চিকিৎসা তথ্য পাচার
ইদানীং লক্ষ করা যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক নিয়মনীতির ধার না ধেরে সরকারের নাকের ডগায় বসে দিনের পর দিন সরকারি হাসপাতালের রোগীদের তথ্য সরকারের অনুমতি ছাড়াই বিদেশের বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করে যাচ্ছেন। আর ফলাও করে প্রচার করছেন, তাঁরা বিনা পয়সায় গবেষণা করছেন। অথচ এসব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ সরকার। তাই এসব রোগীর সব তথ্যের একমাত্র মালিক বাংলাদেশ সরকার। বর্তমান বিশ্বে এ বিষয়ে অভিজ্ঞ লোকমাত্রই জানেন, তথ্যের কত মূল্য। একটা দেশের আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে পরিবেশ-পরিস্থিতি সব ক্ষেত্রেই তথ্যবিজ্ঞানের জয়জয়কার। ইন্টারনেটের এই যুগে যখনই কেউ বাংলাদেশের বিশেষ কোনো রোগবালাই বা স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্যের খোঁজখবর করেন, তখনই এসব অনুমোদনহীন তথ্য পাওয়া যাচ্ছে, যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অচিরেই সরকারি হাসপাতালের তথ্য সংরক্ষণ এবং একই সঙ্গে বিনা অনুমতিতে তথ্য ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দাবি করছি।
ডা. মোহাম্মদ মকবুল হোসেইন, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন