পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের আট দিন পর নবী হোসেন (৪৬) নামে এক ফল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার টেকনোয়াদ্দা এলাকার একটি ডোবা থেকে ওই ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নবী হোসেন উপজেলার বাড়িয়াছনি এলাকার মৃত কিসমত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত ১০ আগস্ট রাত ৮টার দিকে নবীর হোসেন নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খুজাখুজির পর তাকে না পেয়ে তার স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। শুক্রবার সন্ধ্যায় টেকনোয়াদ্দা এলাকার একটি ডোবায় নবীর হোসেনের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ নবীর হোসেনের লাশটি উদ্ধার করে। কে বা কারা নবীর হোসেনকে হত্যার পর তার মরদেহটি টেকনোয়াদ্দা এলাকার একটি ডোবায় ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। লাশটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।