পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল শুক্রবার সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এটি আরো ঘনীভূত হয়ে মৌসুমি নি¤œচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভ্যাপসা গরম পড়ছে। তাছাড়া বর্ষারোহী মৌসুমি বায়ুর জোর আপাতত কম। ফলে বৃষ্টিপাতের বদলে ভাদ্রের গোড়াতেই তালপাকা গরম শুরু হয়ে গেছে। গতকাল দেশের অধিকাংশ জায়গায় কোন বৃষ্টিপাত হয়নি। কিছুটা বৃষ্টি হয় সিলেট ও খুলনায় ১৫ মিমি করে।
আবহাওয়ার শনিবারের পূর্বাভাস মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি আকারে রয়েছে। এ অবস্থায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন এবং এর পরের ৫ দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।