Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের অগ্রিম টিকিট ১৯ আগস্ট থেকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১:২২ পিএম

ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (১৯ আগস্ট) থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। ঈদে ঘরমুখো যাত্রীরা শনিবার থেকে ঢাকা ছেড়ে যাওয়ার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন।

২৫ আগস্ট থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রেলমন্ত্রী এম মজিবুল হক জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে টিকিট বিক্রয় বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা ও অন্যান্য নগরীর মধ্যে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময় আন্তঃনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে।

জানা গেছে, ঈদের আগের তিন দিন বিশেষ ট্রেন চলবে এবং ঈদের পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ