Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থমন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও তথ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছেন সাংবাদিক নেতারা

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ক্ষমা চাইতে বলেছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে তথ্যমন্ত্রীকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে সবসময় আমরা পেশাগত দায়িত্ব পালন করি। কাজ ফেলে আজ বৃষ্টির মধ্যে এখানে জমায়েত হয়ে কর্মসূচি পালন করছি একমাত্র সরকারের এই জ্ঞানশূন্য মন্ত্রীদের জন্য।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কর্মকান্ড সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই অথবা মূল্যায়ন করতে চান না। অর্থমন্ত্রী বেতন-কাঠামো নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে জ্ঞানশূন্যতারই পরিচয় দিয়েছেন। এ ছাড়া তিনি সাংবাদিকদের অলস বলে অপমান করেছেন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তাতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রীও। আমরা এই তথ্যমন্ত্রীর অপসারণ চাই। আর অর্থমন্ত্রীকেও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে রাজপথে আন্দোলনে নেমে ও সংবাদ পরিবেশনা বর্জনের মাধ্যমে দেশ অচল করে দেওয়া হবে। আর নবম ওয়েজবোর্ড সাংবাদিকদের ন্যায্য দাবি। এ দাবি খুব শিগগিরই মেনে নিতে হবে।
ডিইউজে একাংশের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহ-সভাপতি আতিকুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সাংবাদিক নেতা মাহমুদুর রহমান খোকন প্রমুখ। ###



 

Show all comments
  • S. Anwar ১৭ আগস্ট, ২০১৭, ৭:৩২ এএম says : 0
    সাংবাদিকদের দাবী সম্পুর্ণরুপে যুক্তিযুক্ত। দেশ ও জনগনের মঙ্গলের স্বার্থে দুই মন্ত্রীরই অপসারন জরুরী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ